Ajker Patrika

পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবার অর্ধদিবস কর্মবিরতিতে জবি শিক্ষকেরা

জবি সংবাদদাতা 
আপডেট : ০৪ জুন ২০২৪, ১২: ৪৯
পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে এবার অর্ধদিবস কর্মবিরতিতে জবি শিক্ষকেরা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন-সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এবার অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা। 

আজ মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকাল ৮টা ৩০ মিনিট থেকে এই কর্মবিরতি শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈষম্যমূলক পেনশন স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজ আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। শিক্ষকেরা আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচিও পালন করেছি।’

মাশরিক হাসান আরও বলেন, ‘মঙ্গলবার যেহেতু আমাদের অনলাইনে ক্লাস, সে ক্ষেত্রে শিক্ষকেরা এই সময়ের মধ্যে ক্লাস নেবেন না। তাঁরা ক্লাসের সময় পরিবর্তন করে নিয়েছেন।’ 

এদিকে সামনের কর্মসূচি নিয়ে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত