Ajker Patrika

জামালপুরে বিয়ের আড়াই মাসের মাথায় তরুণীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯: ৫৬
Thumbnail image

জামালপুরের সদর উপজেলায় বিয়ের আড়াই মাসের মাথায় তাহমিনা জান্নাত (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত একটার দিকে মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নববধূ তাহমিনার লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়িসহ তিনজনকে আজ বুধবার সকালে থানায় নিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িসহ তিনজনকে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত তাহমিনা জান্নাত জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জল মাহমুদের স্ত্রী। 

তাহমিনার পরিবার ও পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি উজ্জলের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনার বিয়ে হয়। এরই মধ্যে তাহমিনা গর্ভবতী হন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাচ্চাটি নষ্ট করতে তাঁকে চাপ দিচ্ছিলেন। 

গতকাল ওই সব বিষয় নিয়ে নববধূকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত