মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে গাছগুলোকে কেটে জব্দ কার হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে থেকে এসব গাছের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চাষির নাম—নূরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানায়, নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে পপি গাছের ১০ হাজার চারা রোপণ করেন নূরুল ইসলাম। পপি গাছগুলোতে এরই মধ্যে ফুল ও ফল ধরেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এরপর রোববার সকাল থেকে শুরু করে গাছগুলো কেটে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘পপি গাছ থেকে মূলত মাদকদ্রব্য তৈরি করা যায়। এর ফল যখন পরিপক্ব হয়, তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর আঁচড় দেওয়া হয়। ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে রস বের হয়, সেটা নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল।’
তিনি আরও বলেন, ‘পপি চাষি নূরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘লোকচক্ষু আড়াল করতে গ্রেপ্তারকৃত আসামি ভুট্টাখেতের মাঝে নিষিদ্ধ পপি চাষ শুরু করেছিলেন। আজ রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে পাঠানো হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মানিকগঞ্জে শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে গাছগুলোকে কেটে জব্দ কার হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে থেকে এসব গাছের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চাষির নাম—নূরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানায়, নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে পপি গাছের ১০ হাজার চারা রোপণ করেন নূরুল ইসলাম। পপি গাছগুলোতে এরই মধ্যে ফুল ও ফল ধরেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এরপর রোববার সকাল থেকে শুরু করে গাছগুলো কেটে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘পপি গাছ থেকে মূলত মাদকদ্রব্য তৈরি করা যায়। এর ফল যখন পরিপক্ব হয়, তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর আঁচড় দেওয়া হয়। ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে রস বের হয়, সেটা নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল।’
তিনি আরও বলেন, ‘পপি চাষি নূরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘লোকচক্ষু আড়াল করতে গ্রেপ্তারকৃত আসামি ভুট্টাখেতের মাঝে নিষিদ্ধ পপি চাষ শুরু করেছিলেন। আজ রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে পাঠানো হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে