Ajker Patrika

ফ্যাসিবাদের দোসরেরা বিএনপির সঙ্গে সম্পর্ক করে কুমার নদের বালু তুলছে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা
কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ফ্যাসিবাদের দোসরেরা বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক করে কুমার নদ থেকে অবৈধভাবে বালু তুলছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ বিষয়ে তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কুমার নদ রক্ষায় আজ শনিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ মন্তব্য করেন। তিনি বলেন, অসাধু কাজের সঙ্গে বিএনপি নেতারা জড়িত থাকলে পুলিশে ধরিয়ে দেবেন। বিএনপি কারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেবে না।

দুপুরে সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে এই সমাবেশ হয়। অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ সমাবেশটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বালী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন কুমার নদ থেকে বালু উত্তোলন করায় পাড় ধসে যাচ্ছে। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার জব্দ করলেও এখনো এই অবৈধ কাণ্ড বন্ধ করা যায়নি।

কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা
কুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘৫ আগস্টের পর এত তাজা প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার আন্দোলনে আত্মহুতির পর যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসরেরা এখনো আছে। কুমার নদের বালু উত্তোলনের সঙ্গে যারা ছিল, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে আবার বালু উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।’

এসব অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপি নেত্রী বলেন, ‘প্রশাসনের নিকট অনুরোধ করব—যখনই আপনারা তথ্য জানবেন, তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে খাওয়া দরিদ্র কৃষকসহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতি, প্রাণবৈচিত্র্য এই নদের ওপর নির্ভরশীল।’

শামা ওবায়েদ ফরিদপুরে পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত