Ajker Patrika

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিজেএসএর নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিজেএসএর নিন্দা

প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিজেএসএর সভাপতি ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া বিবৃতিতে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ক্ষুব্ধ।

বিবৃতিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিএনপির মহাসমাবেশকে ঘিরে গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত