নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহা উপলক্ষে মানুষের চলাচল ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আগামীকাল বৃহস্পতিবার থেকে চলমান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। আজ বুধবার চলমান লকডাউনের শেষ দিনে রাজধানী আবারও আগের চিত্রে ফিরতে শুরু করেছে। প্রতিটি সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে। খুলেছে অধিকাংশ দোকানপাট। বেড়েছে মানুষের চলাচল। ফলে লকডাউন শিথিলের আগেই স্বাভাবিক হয়ে উঠেছে রাজধানী।
আজ বুধবার লকডাউনের শেষ দিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। গণপরিবহন না চললেও সড়কে অনেক জায়গায় যানজট দেখা গেছে।
রাজধানীর সড়কে আগের চেয়ে বেড়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ। একই সঙ্গে নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে নেওয়া হচ্ছে দুজন যাত্রী। আগের চেয়ে বাইরে মানুষের চলাফেরা বেড়েছে। অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। অনেকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছে।
একটি প্রাইভেট কারে চারজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।তিনি আজকের পত্রিকাকে বলেন, 'সরকার তো সব লকডাউন তুলে নিয়েছে। তাই আমরা একটু জরুরি কাজে বের হয়েছি।’ কী জরুরি কাজে বের হয়েছেন, সেটা জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি। রামপুরা চেকপোস্টে তাঁর গাড়ি আটকানো হয় এবং যথাযথ কারণ না বলতে পারায় তাঁকে জরিমানা করা হয়।
বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেন জিয়াউল হক। তিনি মোটরসাইকেলে তাঁর প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সঙ্গে সহকর্মীকেও নিয়েছিলেন। ফলে পথে পুলিশি জেরার মুখে পড়তে হয় তাঁকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'শুনলাম লকডাউন আর থাকছে না। ফলে আমি মনে করেছি সবকিছু স্বাভাবিক হয়েছে। তাই আগের নিয়মে দুজন যাচ্ছিলাম। এ কারণেই পুলিশ ধরেছে। কাল তো সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে, তাহলে আজ এত কড়াকড়ি করে কোনো লাভ আছে।’
লকডাউন শিথিলের খবরে রাজধানীর প্রধান সড়কের পাশের দোকানপাটগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। কিছু কিছু দোকানের অর্ধেক শাটার খোলা। কেউ আবার পুরোটাই খোলা রেখে চালাচ্ছেন দোকান।
বাড্ডায় জহুরুল ইসলাম নামের এক দোকানদার বলেন, 'কাল থেকে লকডাউন আর থাকছে না। তাই আজ দোকানটা খুলেছি। সবকিছু ঠিকঠাক আছে কি না, তা দেখছি। ঈদের এই কয়টা দিন এমনিতেই বেচা–বিক্রি হবে না। ঈদের পরে আবার লকডাউন। আমাদের তো মাথায় হাত।’
লকডাউনের শেষ দিন হলেও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল আগের মতো। বেশির ভাগ সড়কে ছিল পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট।
রামপুরা বাসস্ট্যান্ডে পুলিশের চেকপোস্টে কথা হয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহতাছিমের সঙ্গে। তিনি বলেন, 'বেশির ভাগ মানুষ মনে করছে আজ কোনো লকডাউন নেই। সব স্বাভাবিক হয়ে গেছে। সে কারণে মানুষ আজকে বেশি বাইরে আসছে। তা ছাড়া যারা বাইরে আসছে বেশির ভাগই মিথ্যা যুক্তি দেয়। বাইরে আসার যথাযথ যুক্তি দেখাতে পারছে না। যার একটি ব্যক্তিগত গাড়ি আছে সে দেখা যাচ্ছে আরও চারজন যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কোনো কারণ ছাড়াই তারা বের হচ্ছে।’
করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এর ফলে সারা দেশে বন্ধ রয়েছে যোগাযোগব্যবস্থা। চলছে না বাস, ট্রেন ও লঞ্চ।
ঈদুল আজহা উপলক্ষে মানুষের চলাচল ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আগামীকাল বৃহস্পতিবার থেকে চলমান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। আজ বুধবার চলমান লকডাউনের শেষ দিনে রাজধানী আবারও আগের চিত্রে ফিরতে শুরু করেছে। প্রতিটি সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে। খুলেছে অধিকাংশ দোকানপাট। বেড়েছে মানুষের চলাচল। ফলে লকডাউন শিথিলের আগেই স্বাভাবিক হয়ে উঠেছে রাজধানী।
আজ বুধবার লকডাউনের শেষ দিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। গণপরিবহন না চললেও সড়কে অনেক জায়গায় যানজট দেখা গেছে।
রাজধানীর সড়কে আগের চেয়ে বেড়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ। একই সঙ্গে নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে নেওয়া হচ্ছে দুজন যাত্রী। আগের চেয়ে বাইরে মানুষের চলাফেরা বেড়েছে। অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। অনেকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছে।
একটি প্রাইভেট কারে চারজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।তিনি আজকের পত্রিকাকে বলেন, 'সরকার তো সব লকডাউন তুলে নিয়েছে। তাই আমরা একটু জরুরি কাজে বের হয়েছি।’ কী জরুরি কাজে বের হয়েছেন, সেটা জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি। রামপুরা চেকপোস্টে তাঁর গাড়ি আটকানো হয় এবং যথাযথ কারণ না বলতে পারায় তাঁকে জরিমানা করা হয়।
বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেন জিয়াউল হক। তিনি মোটরসাইকেলে তাঁর প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সঙ্গে সহকর্মীকেও নিয়েছিলেন। ফলে পথে পুলিশি জেরার মুখে পড়তে হয় তাঁকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'শুনলাম লকডাউন আর থাকছে না। ফলে আমি মনে করেছি সবকিছু স্বাভাবিক হয়েছে। তাই আগের নিয়মে দুজন যাচ্ছিলাম। এ কারণেই পুলিশ ধরেছে। কাল তো সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে, তাহলে আজ এত কড়াকড়ি করে কোনো লাভ আছে।’
লকডাউন শিথিলের খবরে রাজধানীর প্রধান সড়কের পাশের দোকানপাটগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। কিছু কিছু দোকানের অর্ধেক শাটার খোলা। কেউ আবার পুরোটাই খোলা রেখে চালাচ্ছেন দোকান।
বাড্ডায় জহুরুল ইসলাম নামের এক দোকানদার বলেন, 'কাল থেকে লকডাউন আর থাকছে না। তাই আজ দোকানটা খুলেছি। সবকিছু ঠিকঠাক আছে কি না, তা দেখছি। ঈদের এই কয়টা দিন এমনিতেই বেচা–বিক্রি হবে না। ঈদের পরে আবার লকডাউন। আমাদের তো মাথায় হাত।’
লকডাউনের শেষ দিন হলেও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল আগের মতো। বেশির ভাগ সড়কে ছিল পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট।
রামপুরা বাসস্ট্যান্ডে পুলিশের চেকপোস্টে কথা হয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহতাছিমের সঙ্গে। তিনি বলেন, 'বেশির ভাগ মানুষ মনে করছে আজ কোনো লকডাউন নেই। সব স্বাভাবিক হয়ে গেছে। সে কারণে মানুষ আজকে বেশি বাইরে আসছে। তা ছাড়া যারা বাইরে আসছে বেশির ভাগই মিথ্যা যুক্তি দেয়। বাইরে আসার যথাযথ যুক্তি দেখাতে পারছে না। যার একটি ব্যক্তিগত গাড়ি আছে সে দেখা যাচ্ছে আরও চারজন যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কোনো কারণ ছাড়াই তারা বের হচ্ছে।’
করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এর ফলে সারা দেশে বন্ধ রয়েছে যোগাযোগব্যবস্থা। চলছে না বাস, ট্রেন ও লঞ্চ।
কিছু কিছু লোক বিদেশে টাকা পাচার করার জন্যই কল-কারখানা করেছেন বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভালো মালিকও আছেন যাদের কারণে রপ্তানি বাড়ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত...
২৮ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে সিজারিয়ান অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন নিহতের স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুর বাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১ টা) হাসপাতালটি..
৪৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
২ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
২ ঘণ্টা আগে