ঢামেক প্রতিবেদক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বড় একটি গাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে।
আহতরা হলেন—পথচারী মনির হোসেন (৩০), রিকশা চালক মো. বাদশা মিয়া (৪৫), জিপগাড়ি চালক উত্তম কুমার বর্মণ (৩০), পিডব্লিউডির কর্মকর্তা সোহেল রহমান (৪৫), রিকশা যাত্রী জিএম তাবির সিদ্দিকী (৩০) ও খন্দকার আশিফ মোস্তফা (৩০)।
আহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ বড় একটি গাছ সড়কের ওপর এসে পড়ে। এতে তাঁরা ওই গাছের ডালপালার আঘাতে আহত হন।
রিকশা যাত্রী ইয়াসিন আলী জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলে হঠাৎ একটি গাছ সড়কে ভেঙে পড়ে। গাছের মূল অংশ জিপগাড়ির ওপর পড়ে। গাছের ডালপালা কয়েকটি রিকশায় এসে আঘাত করে।
আহত জিপগাড়ির চালক উত্তম বর্মণ বলেন, ‘স্যারকে নিয়ে জিপগাড়ি করে যাওয়ার সময় কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাড়ির ওপরে হঠাৎ গাছটি পড়ে। এতে লোকজনের সহযোগিতায় আমরা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসি। ঘটনার সময় আমার স্যার গাড়িতে ছিলেন। তিনিও সামন্য আহত হয়েছেন।’
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতরা শঙ্কামুক্ত।
পলাশী ফায়ার স্টেশনের লিডার আবুল হোসেন জানান, কেন্দ্রীয় শহীদ মিনার বাউন্ডারির চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে সড়ক থাকা একটি গাড়ির ওপরে পড়ে। পাশাপাশি গাছের ডালপালা একটি রিকশাকে গিয়েও আঘাত করে। এতে কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বড় একটি গাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে।
আহতরা হলেন—পথচারী মনির হোসেন (৩০), রিকশা চালক মো. বাদশা মিয়া (৪৫), জিপগাড়ি চালক উত্তম কুমার বর্মণ (৩০), পিডব্লিউডির কর্মকর্তা সোহেল রহমান (৪৫), রিকশা যাত্রী জিএম তাবির সিদ্দিকী (৩০) ও খন্দকার আশিফ মোস্তফা (৩০)।
আহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ বড় একটি গাছ সড়কের ওপর এসে পড়ে। এতে তাঁরা ওই গাছের ডালপালার আঘাতে আহত হন।
রিকশা যাত্রী ইয়াসিন আলী জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলে হঠাৎ একটি গাছ সড়কে ভেঙে পড়ে। গাছের মূল অংশ জিপগাড়ির ওপর পড়ে। গাছের ডালপালা কয়েকটি রিকশায় এসে আঘাত করে।
আহত জিপগাড়ির চালক উত্তম বর্মণ বলেন, ‘স্যারকে নিয়ে জিপগাড়ি করে যাওয়ার সময় কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাড়ির ওপরে হঠাৎ গাছটি পড়ে। এতে লোকজনের সহযোগিতায় আমরা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসি। ঘটনার সময় আমার স্যার গাড়িতে ছিলেন। তিনিও সামন্য আহত হয়েছেন।’
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতরা শঙ্কামুক্ত।
পলাশী ফায়ার স্টেশনের লিডার আবুল হোসেন জানান, কেন্দ্রীয় শহীদ মিনার বাউন্ডারির চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে সড়ক থাকা একটি গাড়ির ওপরে পড়ে। পাশাপাশি গাছের ডালপালা একটি রিকশাকে গিয়েও আঘাত করে। এতে কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।
রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চল
৩ মিনিট আগেবৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজধানীর বংশাল থানায় করা এক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন
১০ মিনিট আগেগাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে ৪ ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে