Ajker Patrika

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে পড়ে আহত ৬

ঢামেক প্রতিবেদক
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে পড়ে আহত ৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

আজ মঙ্গলবার বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বড় একটি গাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে। 

আহতরা হলেন—পথচারী মনির হোসেন (৩০), রিকশা চালক মো. বাদশা মিয়া (৪৫), জিপগাড়ি চালক উত্তম কুমার বর্মণ (৩০), পিডব্লিউডির কর্মকর্তা সোহেল রহমান (৪৫), রিকশা যাত্রী জিএম তাবির সিদ্দিকী (৩০) ও খন্দকার আশিফ মোস্তফা (৩০)। 

গাছ ভেঙে পড়ে রিকশা চালক ও যাত্রী আহত হনআহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ বড় একটি গাছ সড়কের ওপর এসে পড়ে। এতে তাঁরা ওই গাছের ডালপালার আঘাতে আহত হন। 

রিকশা যাত্রী ইয়াসিন আলী জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলে হঠাৎ একটি গাছ সড়কে ভেঙে পড়ে। গাছের মূল অংশ জিপগাড়ির ওপর পড়ে। গাছের ডালপালা কয়েকটি রিকশায় এসে আঘাত করে। 

আহত জিপগাড়ির চালক উত্তম বর্মণ বলেন, ‘স্যারকে নিয়ে জিপগাড়ি করে যাওয়ার সময় কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাড়ির ওপরে হঠাৎ গাছটি পড়ে। এতে লোকজনের সহযোগিতায় আমরা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসি। ঘটনার সময় আমার স্যার গাড়িতে ছিলেন। তিনিও সামন্য আহত হয়েছেন।’ 

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আহতরা শঙ্কামুক্ত। 

পলাশী ফায়ার স্টেশনের লিডার আবুল হোসেন জানান, কেন্দ্রীয় শহীদ মিনার বাউন্ডারির চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে সড়ক থাকা একটি গাড়ির ওপরে পড়ে। পাশাপাশি গাছের ডালপালা একটি রিকশাকে গিয়েও আঘাত করে। এতে কয়েকজন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত