Ajker Patrika

খিলগাঁওয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগের গলায় ফাঁস দিয়ে রিয়া নামের এক কলেজশিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। পরিবার বলছে, খিলগাঁও গার্লস কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সে। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিপাহিবাগ চারতলা গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জাো গেছে, রিয়ার বাবার নাম রিপন মিয়া। তাঁর গাড়ির ব্যবসা রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা। বাবা-মা ও ছোট বোনসহ সিপাহিবাগ থাকতেন। 

রিয়ার চাচা স্বপন মিয়া জানান, গত বৃহস্পতিবার কলেজের দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ফলাফল ঘোষণা করে। সেখানে রিয়া পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়। পরিবার থেকে কোনো চাপ না দিলেও মন খারাপ করেছিল রিয়া। গতকাল বিকেলে তার বাবা কাজে গেলে ও মা ছোট বোনকে নিয়ে কোচিং যাওয়ার পর ফাঁকা বাড়িতে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে ঘণ্টাখানেক পর তার মা ফিরে এসে দরজা বন্ধ দেখতে পায়। তখন জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রিয়া। 

স্বজনরা বলছেন, পরে প্রতিবেশীদের সহযোগিতার দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, রিয়ার মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত