Ajker Patrika

রাজেন্দ্র কলেজের ছাত্রাবাস থেকে সাবেক মন্ত্রী মোশাররফ ও তাঁর স্ত্রীর নাম বাদ

ফরিদপুর প্রতিনিধি
রাজেন্দ্র কলেজের ছাত্রাবাস থেকে সাবেক মন্ত্রী মোশাররফ ও তাঁর স্ত্রীর নাম বাদ

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলজের একটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী আফসানা মোশাররফের নাম বাদ দেওয়া হয়েছে।

আজ রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং শিক্ষার্থী ও ছাত্র নেতাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নামকরণ না হওয়া পর্যন্ত এই ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ‘নবনির্মিত ছাত্রাবাস’ ও ‘নবনির্মিত ছাত্রীনিবাস’ হিসেবে পরিচিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী আফসানা মোশাররফের নামে ওই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নামকরণ করা হয়। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত