Ajker Patrika

২৮ মামলার আসামি জীবন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনোয়ার হাসান জীবন। তিনি ২৮টি মামলার আসামি হলেও মোহাম্মদপুরে কাটাতেন প্রভাবশালী জীবন। অবশেষে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় রাজধানীর দারুস সালাম এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শনিবার বিকেলে র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাযহারুল ইসলাম এসব তথ্য জানান। 

র‍্যাব কর্মকর্তা বলেন, এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু করতে হলে জীবনকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিত। অস্ত্রধারী ও প্রভাবশালী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতেন না। কেউ অভিযোগ করলে তাঁকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো ও মারপিট করা হতো। 

মাযহারুল ইসলাম জানান, জীবন হাসান ২০১৭ সালে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এস আর পলাশ নামে একজনকে হত্যা করে। আদাবর থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলছে। এ ছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা রয়েছে তাঁর। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে দুজন মহিলাকে পুড়িয়ে হত্যা করারও একটি মামলা তদন্তাধীন রয়েছে। 

জানা যায়, জীবনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ১৯৯০ সালে লক্ষ্মীপুর থেকে তাঁর বাবার সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি। এর কিছুদিন পরে অপরাধে জড়িয়ে পড়েন জীবন। ২০১০ সালে আলোচিত ওহিউদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মোহাম্মদপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দুই বছর কারাগারে ছিলেন। পরে কারাগার থেকে বের হয়ে বেপরোয়া জীবনযাপন, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করতে থাকেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর থানাসহ বিভিন্ন থানায় খুন ও বিস্ফোরক মামলা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত