Ajker Patrika

রাজনৈতিক দল শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালন করতে পারবে: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজনৈতিক দল শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালন করতে পারবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক দল শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচি পালন করতে পারবে। তবে কেউ যদি কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে। মানুষের ওপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেভাবে কাজ করতে পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি আবদুল্লাহ আল মামুন। 

পুলিশ প্রধান বলেন, নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগিতা করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও সেভাবে সহযোগিতা করবে। শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আর সেই দক্ষতা ও সামর্থ্য আমাদের রয়েছে। সেই সামর্থ্যের মাধ্যমেই চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত