Ajker Patrika

চর্যার গানের পুনর্জাগরণ নিয়ে তিন দিনের উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে শুরু হওয়া তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিনে শিল্পীদের চর্যাগান পরিবেশনা। গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। 	ছবি: আজকের পত্রিকা
চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে শুরু হওয়া তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিনে শিল্পীদের চর্যাগান পরিবেশনা। গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। ছবি: আজকের পত্রিকা

চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।

চর্যাপদ বাংলাভাষার প্রাচীনতম নিদর্শন। এটি প্রাচীন বৌদ্ধ সাধকদের লেখা গীতির সংকলন। চর্যাপদের পদগুলোতে প্রাচীন বাংলার সমাজের নানা দিকের চিত্র পাওয়া যায়।

১৯০৭ খ্রিষ্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে গবেষক হরপ্রসাদ শাস্ত্রী এর পাণ্ডুলিপি আবিষ্কার ও সংগ্রহ করেন।

ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পীরা সাম্প্রতিককালে সুদূর অতীতের সেই ঐতিহ্যের চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে চর্যাপদের গানের পুনর্জাগরণের কার্যক্রম শুরু করেন।

শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেবোরাহ জান্নাত বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছেন, তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে।’

দেবোরাহ জান্নাত বক্তব্যের পাশাপাশি চর্যাপদের ৬ নম্বর পদ পাঠ করে শোনান।

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু বলেন, ‘চর্যাপদের গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের সাধকেরা তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।’

স্বাগত ভাষণ দেন লোকসংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাগান পরিবেশন করেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আসা শিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। আয়োজনে ভাবনগরের নিয়মিত প্রকাশনার জুন সংখ্যা এবং চর্যাপদ পুনর্জাগরণ উৎসব স্মারকের প্রকাশনা উন্মোচন করা হয়।

চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৫ চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। দ্বিতীয় দিন আজ বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পীদের অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান ও বক্তৃতা পরিবেশন করা হবে। বক্তৃতা দেবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরীয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।

চর্যাপদের গানের পুনর্জাগরণ এ দেশের প্রাচীন সাধনার সঙ্গে সংযোগ স্থাপন করে দিচ্ছে। দেবোরাহ জান্নাত ফ্রান্সের লালনপন্থী সাধিকা

আগামীকাল বিকেলে একাডেমির স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দেবেন শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এ ছাড়া একই দিন সন্ধ্যায় থাকবে ভাবসাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর। সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার, শিক্ষাবিদ সুকোমল বড়ুয়া ও জিনবধি ভিক্ষু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত