Ajker Patrika

রাজারবাগ পীরের জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ৪৮
রাজারবাগ পীরের জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পত্তি রয়েছে সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে আদালতকে জানানোর জন্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়া হয়েছে। 

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দুদক এবং পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন। গতকাল সোমবার আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি সাংবাদিকদের জানান। 

লিখিত আদেশে বলা হয়, কথিত পীর দিল্লুর রহমান ও তাঁর দরবার শরিফের নামে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭ হাজার একর জমি ও রাবার বাগান আছে। যা তাঁরা অবৈধভাবে দখল করে রয়েছেন। 

হাইকোর্ট বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের করণীয় নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে, ওই কমিটি সাতটি সুপারিশ প্রদান করেছে। যার মধ্যে অন্যতম হলো–ক. রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানগুলোর নামে যেসব সম্পদ রয়েছে তার তালিকা করে আয়ের উৎস এবং রাজস্ব প্রদানের বিষয়টি খতিয়ে দেখতে হবে। খ. সাধারণ মানুষকে যেন ধর্মের নামে ধোঁকা দিতে না পারে এবং নিরীহ মানুষের অর্থ-সম্পদ যেন হয়রানিমূলক ভাবে মিথ্যা মামলা করে হাতিয়ে নিতে না পারে সেজন্য রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের মূল আস্তানাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাখা কার্যালয়সমূহ বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে তার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘উলামা আঞ্জুমান আল বাইয়্যিনাত’ ও ‘আল ইহসান’ এবং তাঁদের প্রচারিত সংবাদপত্র ‘বাইয়্যিনাত’ ও ‘আল ইহসান’ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেন হাইকোর্ট। সাত বছর বয়সী শিশু, দুজন নারী, একজন মুক্তিযোদ্ধার সন্তান, মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ীসহ আট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই আদেশ দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত