পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় রোজিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের এক বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ছিল।
রোজিনা খাতুন উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্তানদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে বাবার বাড়িতেই থাকতেন রোজিনা। গতকাল সন্ধ্যায় স্বামীর বাড়ি পাট্টায় আসেন। সকালে স্বামীর বাড়ির অদূরে ওসমান মোল্লার বাঁশবাগানের মধ্যে রোজিনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
রোজিনার চাচা আক্কাছ খাঁ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রোজিনা বাবার বাড়িতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী লিটন শেখ দুবাই থেকে ফোন করে (শ্বশুর বাড়ি) বাড়ি যেতে বলেন। রোজিনা সন্ধ্যায় বাবার বাড়ি থেকে পাট্টায় শ্বশুর বাড়িতে চলে যায়। রাতে রোজিনার শ্বশুর কালাম শেখ ফোন করে জানান রোজিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আজ সকালে রোজিনার লাশ পাওয়ার খবর ফোনে পেয়েছি।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন গ্রাম পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।
রাজবাড়ীর পাংশায় রোজিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের এক বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ছিল।
রোজিনা খাতুন উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্তানদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে বাবার বাড়িতেই থাকতেন রোজিনা। গতকাল সন্ধ্যায় স্বামীর বাড়ি পাট্টায় আসেন। সকালে স্বামীর বাড়ির অদূরে ওসমান মোল্লার বাঁশবাগানের মধ্যে রোজিনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
রোজিনার চাচা আক্কাছ খাঁ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রোজিনা বাবার বাড়িতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী লিটন শেখ দুবাই থেকে ফোন করে (শ্বশুর বাড়ি) বাড়ি যেতে বলেন। রোজিনা সন্ধ্যায় বাবার বাড়ি থেকে পাট্টায় শ্বশুর বাড়িতে চলে যায়। রাতে রোজিনার শ্বশুর কালাম শেখ ফোন করে জানান রোজিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আজ সকালে রোজিনার লাশ পাওয়ার খবর ফোনে পেয়েছি।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন গ্রাম পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী তাঁর বাড়িতে জড়ো হচ্ছেন। সাম্যর মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
৬ মিনিট আগেটাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
৯ মিনিট আগেগ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিদার (৩২), রায়হান উদ্দিন জাবেদ (২০), আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), তাহসিন (২৪), সুমন (২৪) ও আব্দুল খালেক (৩৮)। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ২৮ এপ্রিল পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগে