Ajker Patrika

প্রবাসী স্বামীর ফোন পেয়ে শ্বশুর বাড়িতে নারী, পরদিন বাঁশবাগানে মিলল লাশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
Thumbnail image

রাজবাড়ীর পাংশায় রোজিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের এক বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

রোজিনা খাতুন উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্তানদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে বাবার বাড়িতেই থাকতেন রোজিনা। গতকাল সন্ধ্যায় স্বামীর বাড়ি পাট্টায় আসেন। সকালে স্বামীর বাড়ির অদূরে ওসমান মোল্লার বাঁশবাগানের মধ্যে রোজিনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

রোজিনার চাচা আক্কাছ খাঁ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রোজিনা বাবার বাড়িতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী লিটন শেখ দুবাই থেকে ফোন করে (শ্বশুর বাড়ি) বাড়ি যেতে বলেন। রোজিনা সন্ধ্যায় বাবার বাড়ি থেকে পাট্টায় শ্বশুর বাড়িতে চলে যায়। রাতে রোজিনার শ্বশুর কালাম শেখ ফোন করে জানান রোজিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আজ সকালে রোজিনার লাশ পাওয়ার খবর ফোনে পেয়েছি।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন গ্রাম পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও এর সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত