Ajker Patrika

রাজবাড়ীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী শ্যালিকা, দুলাভাই গ্রেপ্তার 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
Thumbnail image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে এক কিশোরী শ্যালিকাকে (১৩) ধর্ষণের মামলায় দুলাভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত ইসমাইল (২৭) নারুয়া মদনডাঙ্গী গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুরের মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের প্রেস নোট সূত্রে জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর সদাশিবপুর গ্রামে ওই কিশোরীকে তার দুলাভাই আসামি ইসমাইল (২৭) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন করে। তিন মাস পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মা-বাবা জিজ্ঞাসাবাদ করে। তখন মেয়েটি ঘটনা খুলে বলে।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামি বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ফরিদপুরের মধুখালী থানাধীন ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একমাত্র আসামি ইসমাইলকে গ্রেপ্তার করে র‍্যাব।

অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে. এম শাইখ আখতার এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. নাজমুল হক। পরে আসামিকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত