Ajker Patrika

পূজা দেখে ফেরার পথে কলাবাগানে নিখোঁজ গৃহবধূ, সকালে মিলল লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মধুপুরে কলাবাগান থেকে এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

ফাতেমা বেগম (১৮) মির্জাবড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর (২৩) স্ত্রী। 

স্বজনদের বরাতে মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমেদ জানান, পারিবারিকভাবে এক বছর আগে আনাম আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তাঁরা দুজনই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামণ্ডপ দেখতে যান। রাত সাড়ে ১২টার দিকে কায়ছার আহমেদ তাঁর বোন ফাতেমা ও ফাতেমার স্বামী আনামকে বাড়িতে পাঠিয়ে দেন। 

আজ সকাল আটটার দিকে ওই কলাবাগানের পাশের খেতে শ্রমিকেরা কাজ করতে গেলে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

ফাতেমার স্বামী আনাম আলী জানান, ‘রাতে একসঙ্গে পূজামণ্ডপ থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে ফাতেমা কোনো কিছু না বলে দৌড়ে কলাবাগানে প্রবেশ করে। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ফাতেমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তাই পরে ফিরে আসবে ভেবে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে লোকমুখে খবর পেয়ে কলাবাগানে গিয়ে লাশ দেখতে পাই।’ 

উপপরিদর্শক নুরুল আমিন জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ফাতেমার মৃত্যুরহস্য ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত