Ajker Patrika

উত্তরায় বেদে বস্তিতে অগ্নিকাণ্ড, দুই শতাধিক ঘর পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর উত্তরায় বেদে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বস্তির দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এদিকে বাইরে বস্তির লোকজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন বেদে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তির একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বস্তিবাসী, আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে একজন নারী এক হাত ও একজন যুবক কিছুটা আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বস্তিবাসীর দাবি, বস্তিতে প্রায় সাড়ে শতাধিক ঘর ছিল। যার মধ্যে দুই শতাধিকের বেশি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। 

বস্তির বাসিন্দা কমলা (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ভেতরে রয়েছে। কিছুক্ষণ আগে আমায় ফোন দিয়ে বলছে, মা তুমি ভেতরে আসো।’ 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে আসে। ছবি: আজকের পত্রিকাবস্তির বাসিন্দা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি ওয়ালীর ঘর থেকে আগুন লাগছে। তার নাম পারভিন। ওই ঘরের বৈদ্যুতের তার থেকে এই আগুন লাগছে।’ 

তিনি বলেন, ‘ওই সময় আমি নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করেই এই আগুন লাগে। তখন আমি বিদ্যুতের তার ছিঁড়ে ফেলতে গিয়ে শক খাই এবং ছিটকে পরে যাই।’ 

রাবেয়া নামে এক ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আমি থাকি। ঘর ভরা আমার জিনিসপত্র। অনেক কষ্টে এসব আমি করেছি। আমি কিছুই বের করতে পারি নাই। আমার মেয়ের বই খাতা গুলোও আমি বের করতে পারি নাই। আমি মানুষের কাছ থেকে হাত পেতে পেতে এসব নিয়ে আসছিলাম।’ 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে। তবে এখনো আমরা বস্তির ভেতরে প্রবেশ করতে পারিনি। যার কারণে হতাহতের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’ 

শফিকুল ইসলাম বলেন, ‘এখন আমরা সার্চ করব, তারপর সার্চ শেষ হলে হতাহতের বিষয়ে বলা যাবে।’ 

অগ্নিকাণ্ডে ঘরের সবকিছু হারিয়ে আহাজারি করছেন এক ভুক্তভোগী নারী। ছবি: আজকের পত্রিকাটঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তির একটি অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি আমি। আমার অংশে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। অন্যান্য অংশের কথা আমি বলতে পারছি না।’ 

এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই বস্তিতে তিন থেকে সাড়ে তিন শত ঘর ছিল। বস্তির লোকজন জানিয়েছে-বস্তিটিতে কেউ মশা তাড়ানোর জন্য আগুন ধরিয়েছিল। সেখান থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত