Ajker Patrika

কিউকম ডট কমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম। ফাইল ছবি
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম। ফাইল ছবি

প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরোয়ানা জারির নির্দেশ দেন।

এই মামলায় আজ কিউকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ১৩ আগস্ট প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রতারণার শিকার হওয়া মেহেদি হাসান ফয়সাল।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালের ২৭ জুন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের ‘বিগ বিলিয়ন রিটার্নের’ ক্যাম্পেইন থেকে থ্রি এস করপোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয়ের আদেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কিউকম ডটকম মালামাল সরবরাহ করেনি। আবার টাকাও ফেরত দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত