Ajker Patrika

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য: বিএনপি নেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য: বিএনপি নেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর উসকানিমূলক বক্তব্য দেওয়া ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। সাবেক সংসদ সদস্য সুলতানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ওই দিনই সুলতানাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ৯ নভেম্বর আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহাম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।

উল্লেখ্য, সুলতানা আহাম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত