Ajker Patrika

মুন্সিগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রতিনিধি
মুন্সিগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। স্থানীয় বাজার ও বিপণিবিতানগুলোতে ভিড় করছে মানুষ। ভবেরচর বাসস্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতি মার্কেট ,মোহাম্মদ আলী প্লাজা মার্কেটসহ আশপাশের একাধিক মার্কেটে চলছে শেষ মুহূর্তের বেচাবিক্রি।

মোহাম্মদ আলী প্লাজা মার্কেটের মিম ফেব্রিক্স এর মালিক মাহবুব দেওয়ান জানান, বেশ ভালোই চলছে বেচাবিক্রি।

ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসা এক ক্রেতা জানান, একাধিক দোকান ঘুরেছি। নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করছি। দাম মোটামুটি সহনীয় বলে জানান তিনি।

মার্কেট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে একাধিক কর্মচারী। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে ও গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তাঁরা। মার্কেটে প্রবেশকারী প্রত্যেকজনকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মোহাম্মদ আলী প্লাজা মার্কেটের মালিক পক্ষ থেকে সুমন প্রধান জানান, করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকল দোকান মালিক-কর্মচারী যেন স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে বেচাবিক্রি করতে পারে এ লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত