নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর কারণে যাত্রীকে খুন করেন ইজিবাইকের চালক জাকির হোসেন (৫০)। মুন্সিগঞ্জের ক্লুলেজ এমন একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে সিআইডি। হত্যাকাণ্ডের শিকার যাত্রীর নাম আলী হোসেন দেওয়ান (৫২)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই হত্যাকাণ্ডের ঘটনার পর ছায়া তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ইজিবাইকের চালক জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডি জানায়, গত ৫ মে সিরাজদিখানের লালবাড়ী ব্রিজের ঢালে ইজিবাইকের চালকের দাবিকৃত অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে যাত্রী আলী হোসেন দেওয়ানকে মারধর করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন আটক ইজিবাইকের চালক।
মুক্তা ধর বলেন, ‘জাকির প্রায় ৮-১০ বছর ধরে ড্রাইভিং পেশায় আছেন। ঘটনার দিন সকালে আলী হোসেন দেওয়ান ইছাপুরা চৌরাস্তা থেকে চালক জাকির হোসেনের ইজিবাইক রিজার্ভ করে লালবাড়ী ব্রিজের ঢালে যান। সেখানে পৌঁছে চুক্তি অনুযায়ী ভাড়া দেন যাত্রী। কিন্তু জাকির হোসেন ঈদ উপলক্ষে আরও অতিরিক্ত ভাড়া দাবি করেন। যাত্রী আলী হোসেন অনৈতিকভাবে দাবিকৃত ভাড়া না দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জাকির হোসেন ভিকটিম আলী হোসেন দেওয়ানকে কিলঘুষি মারতে থাকেন। তখন চালক জাকির হোসেনের আহ্বানে অপর এক মিশুকচালক সেখানে উপস্থিত হলে দুই চালক মিলে ভিকটিমকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। যাত্রীর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের নার্সারির কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে দেন। এতে যাত্রীর বুকে প্রচুর রক্তক্ষরণ হলে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’
মুক্তা ধর আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৬ মে আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাতনামা ইজিবাইক ও মিশুকচালকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।’
বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর কারণে যাত্রীকে খুন করেন ইজিবাইকের চালক জাকির হোসেন (৫০)। মুন্সিগঞ্জের ক্লুলেজ এমন একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে সিআইডি। হত্যাকাণ্ডের শিকার যাত্রীর নাম আলী হোসেন দেওয়ান (৫২)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই হত্যাকাণ্ডের ঘটনার পর ছায়া তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ইজিবাইকের চালক জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডি জানায়, গত ৫ মে সিরাজদিখানের লালবাড়ী ব্রিজের ঢালে ইজিবাইকের চালকের দাবিকৃত অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে যাত্রী আলী হোসেন দেওয়ানকে মারধর করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন আটক ইজিবাইকের চালক।
মুক্তা ধর বলেন, ‘জাকির প্রায় ৮-১০ বছর ধরে ড্রাইভিং পেশায় আছেন। ঘটনার দিন সকালে আলী হোসেন দেওয়ান ইছাপুরা চৌরাস্তা থেকে চালক জাকির হোসেনের ইজিবাইক রিজার্ভ করে লালবাড়ী ব্রিজের ঢালে যান। সেখানে পৌঁছে চুক্তি অনুযায়ী ভাড়া দেন যাত্রী। কিন্তু জাকির হোসেন ঈদ উপলক্ষে আরও অতিরিক্ত ভাড়া দাবি করেন। যাত্রী আলী হোসেন অনৈতিকভাবে দাবিকৃত ভাড়া না দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জাকির হোসেন ভিকটিম আলী হোসেন দেওয়ানকে কিলঘুষি মারতে থাকেন। তখন চালক জাকির হোসেনের আহ্বানে অপর এক মিশুকচালক সেখানে উপস্থিত হলে দুই চালক মিলে ভিকটিমকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। যাত্রীর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের নার্সারির কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে দেন। এতে যাত্রীর বুকে প্রচুর রক্তক্ষরণ হলে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’
মুক্তা ধর আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৬ মে আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাতনামা ইজিবাইক ও মিশুকচালকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।’
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
১০ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে