Ajker Patrika

বাড়তি ভাড়া না দেওয়ায় যাত্রী খুন, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২২, ১৫: ৫৮
বাড়তি ভাড়া না দেওয়ায় যাত্রী খুন, চালক গ্রেপ্তার

বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর কারণে যাত্রীকে খুন করেন ইজিবাইকের চালক জাকির হোসেন (৫০)। মুন্সিগঞ্জের ক্লুলেজ এমন একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে সিআইডি। হত্যাকাণ্ডের শিকার যাত্রীর নাম আলী হোসেন দেওয়ান (৫২)। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই হত্যাকাণ্ডের ঘটনার পর ছায়া তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ইজিবাইকের চালক জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে সিআইডি। 

সিআইডি জানায়, গত ৫ মে সিরাজদিখানের লালবাড়ী ব্রিজের ঢালে ইজিবাইকের চালকের দাবিকৃত অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে যাত্রী আলী হোসেন দেওয়ানকে মারধর করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন আটক ইজিবাইকের চালক। 

মুক্তা ধর বলেন, ‘জাকির প্রায় ৮-১০ বছর ধরে ড্রাইভিং পেশায় আছেন। ঘটনার দিন সকালে আলী হোসেন দেওয়ান ইছাপুরা চৌরাস্তা থেকে চালক জাকির হোসেনের ইজিবাইক রিজার্ভ করে লালবাড়ী ব্রিজের ঢালে যান। সেখানে পৌঁছে চুক্তি অনুযায়ী ভাড়া দেন যাত্রী। কিন্তু জাকির হোসেন ঈদ উপলক্ষে আরও অতিরিক্ত ভাড়া দাবি করেন। যাত্রী আলী হোসেন অনৈতিকভাবে দাবিকৃত ভাড়া না দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জাকির হোসেন ভিকটিম আলী হোসেন দেওয়ানকে কিলঘুষি মারতে থাকেন। তখন চালক জাকির হোসেনের আহ্বানে অপর এক মিশুকচালক সেখানে উপস্থিত হলে দুই চালক মিলে ভিকটিমকে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। যাত্রীর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের নার্সারির কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে দেন। এতে যাত্রীর বুকে প্রচুর রক্তক্ষরণ হলে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’ 

মুক্তা ধর আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৬ মে আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাতনামা ইজিবাইক ও মিশুকচালকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত