Ajker Patrika

পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ‘কোটালীপাড়ার সর্বস্তরের সেবাবঞ্চিত জনগণ’ এর ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নিজেদেরকে সেবাবঞ্চিত দাবি করে হাফিজুর রহমান হাজরা, শাহীন শেখ, আসিকুর রহমান, শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

হাফিজুর রহমান হাজরা বলেন, ‘ডা. নন্দা সেন গুপ্তা একজন ঘুষখোর, দুর্নীতিবাজ কর্মকর্তা। তাঁর দুর্নীতির কারণে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ঢাকার পাবলিক হেলথ এন্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) সহকারী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। এই বদলির আদেশে তাঁকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃতস্থানে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করছেন। তাই আমরা তাঁর এই বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে বদলি করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত