গাজীপুরের শ্রীপুরে অবৈধ উপায়ে নদী পথে আনা ৩৫টি কার্গো ট্রলার ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ। কাঠগুলো আনলোড করার সময় বন বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো জব্দ করে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীর খেয়াঘাট এ কাঠগুলো জব্দ করা হয়েছে। জানা গেছে, বরিশাল থেকে নদীপথে এই কাঠগুলো ভালুকা উপজেলার আকিজ পার্টিকেল নামক কারখানায় যাওয়ার কথা ছিল।
সরেজমিনে দেখা যায়, নদীর তীরে সারি সারি ঘাটে বাঁধা রয়েছে কার্গো ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঠ। কাঠগুলো শ্রমিকেরা উঠিয়ে কার্গো কন্টেইনারে ভর্তি করছেন। বন বিভাগের লোকজন আসার পরপরই কন্টেইনার চালকেরা গা-ঢাকা দিয়েছেন।
ট্রলার মালিক আব্দুল হাকিম বলেন, ‘বরিশাল থেকে কাঠ লোড করে শ্রীপুরে নিয়ে আসছি। তবে অনুমতির কাগজপত্র বিষয়ে আমি বলতে পারব না। আনলোড করতে নিষেধ করার পর থেকে কাজ বন্ধ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ যাবৎ শত শত ট্রলারে এসব কাঠ আসছে এ ঘাটে। এরপর কন্টেইনারে করে নিয়ে যাচ্ছে। তবে বৈধ কিনা এ বিষয়ে বলতে পারব না। প্রতিদিন প্রায় অর্ধশতাধিক কন্টেইনার কাঠগুলো নিয়ে যাচ্ছে।’
বন বিভাগের শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিটের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাঠগুলো আনলোডের কাজ বন্ধ করা হয়েছে। তাদের কাঠ আনার বিষয়ে কী ধরনের অনুমতি রয়েছে, এসব বলার পরপরই কয়েকজন চালক গা-ঢাকা দিয়ে কৌশলে পালিয়েছে। কাঠ মালিকদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘খবর পেয়ে স্থানীয় সাতখামাইর ও বলদীঘাট বিট অফিসের সকল সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওখানে ঘাটে বাঁধা কাঠ ভর্তি ৩৫টি ট্রলার জব্দ করা হয়েছে। এ বিষয়ে তাদের কী ধরনের অনুমতি রয়েছে, খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে অবৈধ উপায়ে নদী পথে আনা ৩৫টি কার্গো ট্রলার ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ। কাঠগুলো আনলোড করার সময় বন বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো জব্দ করে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীর খেয়াঘাট এ কাঠগুলো জব্দ করা হয়েছে। জানা গেছে, বরিশাল থেকে নদীপথে এই কাঠগুলো ভালুকা উপজেলার আকিজ পার্টিকেল নামক কারখানায় যাওয়ার কথা ছিল।
সরেজমিনে দেখা যায়, নদীর তীরে সারি সারি ঘাটে বাঁধা রয়েছে কার্গো ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঠ। কাঠগুলো শ্রমিকেরা উঠিয়ে কার্গো কন্টেইনারে ভর্তি করছেন। বন বিভাগের লোকজন আসার পরপরই কন্টেইনার চালকেরা গা-ঢাকা দিয়েছেন।
ট্রলার মালিক আব্দুল হাকিম বলেন, ‘বরিশাল থেকে কাঠ লোড করে শ্রীপুরে নিয়ে আসছি। তবে অনুমতির কাগজপত্র বিষয়ে আমি বলতে পারব না। আনলোড করতে নিষেধ করার পর থেকে কাজ বন্ধ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ যাবৎ শত শত ট্রলারে এসব কাঠ আসছে এ ঘাটে। এরপর কন্টেইনারে করে নিয়ে যাচ্ছে। তবে বৈধ কিনা এ বিষয়ে বলতে পারব না। প্রতিদিন প্রায় অর্ধশতাধিক কন্টেইনার কাঠগুলো নিয়ে যাচ্ছে।’
বন বিভাগের শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিটের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাঠগুলো আনলোডের কাজ বন্ধ করা হয়েছে। তাদের কাঠ আনার বিষয়ে কী ধরনের অনুমতি রয়েছে, এসব বলার পরপরই কয়েকজন চালক গা-ঢাকা দিয়ে কৌশলে পালিয়েছে। কাঠ মালিকদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘খবর পেয়ে স্থানীয় সাতখামাইর ও বলদীঘাট বিট অফিসের সকল সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওখানে ঘাটে বাঁধা কাঠ ভর্তি ৩৫টি ট্রলার জব্দ করা হয়েছে। এ বিষয়ে তাদের কী ধরনের অনুমতি রয়েছে, খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে জেলের বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়া বড়শি দিয়ে মাছটি ধরেন। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে একটি গরু চুরি করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ায় এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলায় ইছামতী নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে নলবাড়ী উচ্চবিদ্যালয়। স্কুল ভবন থেকে এখন মাত্র ৩ থেকে ৭ ফুট দূরে নদীর ভাঙন হচ্ছে। দ্রুত নদী শাসনের মাধ্যমে স্কুলটি রক্ষার দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।
১২ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্রসমাজের আয়োজনে এই
১৪ মিনিট আগে