নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারে চাঁদাবাজির সময় ‘একটা চুলও বাঁকা করতে পারবা না’ বলে ডায়ালগ দেন মো. আশরাফুল আলম (২৩)। ডিএমপির অভিযানে গ্রেপ্তার হওয়ার পর এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।
আজ বুধবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে মো. আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট কার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গ্রেপ্তার আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির ২/এ রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে অনেক দিন ধরে জোর করে চাঁদা তুলছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুলসহ আরও ৩-৪ জন চার মাস ধরে ঘটনাস্থল এবং এর আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।
রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারে চাঁদাবাজির সময় ‘একটা চুলও বাঁকা করতে পারবা না’ বলে ডায়ালগ দেন মো. আশরাফুল আলম (২৩)। ডিএমপির অভিযানে গ্রেপ্তার হওয়ার পর এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।
আজ বুধবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে মো. আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট কার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গ্রেপ্তার আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির ২/এ রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে অনেক দিন ধরে জোর করে চাঁদা তুলছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুলসহ আরও ৩-৪ জন চার মাস ধরে ঘটনাস্থল এবং এর আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।
বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে এবং নানাভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বাধাগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
১২ মিনিট আগেসর্বশেষ আদমশুমারি অনুযায়ী, গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। এ কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মূলত গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুর-৬ নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। এটি গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দা
২৭ মিনিট আগেখাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল হয়েছে। বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।
৩১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপুড়ে বয়েজ উদ্দিনের প্রাণ কেড়ে নেওয়া সেই বিষধর সাপটিকে কাঁচা চিবিয়ে খেয়েছেন মোজাহার নামের আরেক সাপুড়ে। আজ বিকেলে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে