Ajker Patrika

দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির পাশ থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছে।

নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে। স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আফরোজা বেগমের স্বামী আশরাফুল আলমনিহতের ছোট ভাই আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন, বোন জামাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা সবাই কানাডার সিটিজেন। বাংলাদেশে আসার পর তারা বোন জামাইয়ের বাসায় উঠে। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার আমরা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করি। পরে আজ বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পাই।’

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। সেখানে বাড়ির কেউ কিছুই বলে নাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। অতঃপর আমি বুদ্ধি খাটিয়ে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’

নিহত প্রবাসী নারী আফরোজা বেগম (৩৬)এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ওই নারীকে হত্যা করে তার মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে নিহতের মরদেহ উদ্ধারকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিল ছিলেন।

লাশ উদ্ধারকালে বাড়ির আশে পাশে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট আটকে রেখে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত