Ajker Patrika

নরসিংদীর পলাশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৪: ৪৫
নরসিংদীর পলাশে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত
নরসিংদীর পলাশে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলাখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হন অপু মিয়া। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ শনিবার সকালে পলাশের নোয়াকান্দা এলাকার একটি কলাখেতের পাশে স্থানীয়রা গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে অপুর স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাই করা ইজিবাইক উদ্ধার চেষ্টার পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত