Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই, তবে ধীরে চলছে যানবাহন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬: ১২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই, তবে ধীরে চলছে যানবাহন

ঈদের বাকি আর মাত্র এক দিন। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা, গাজীপুর ও আশপাশের শিল্প এলাকা থেকে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে কোথাও কোথাও থেমে থেমে, আবার কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলছে। তবে এখন পর্যন্ত দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় আজ মঙ্গলবার ভোর থেকে ঘরমুখী মানুষের চাপ শুরু হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। 

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শিল্প অধ্যুষিত গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার শিল্পকারখানা আছে। এসব কারখানা গতকাল সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে ছুটি হচ্ছে। কারখানায় কাজ করা লাখ লাখ শ্রমিক ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ পর্যন্ত যানজট দেখা যায়নি। তবে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ বেশি থাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে। চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈরে বাইপাস পর্যন্ত মহাসড়কে তেমন কোনো যানজট নেই। 
সাভার থেকে চন্দ্রা সড়কেও তেমন কোনো যানজট চোখে পড়েনি। তবে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী ওঠানামার ফলে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। 

মহাসড়কে দেখা যায় যাত্রীদের অতিরিক্ত চাপ। সে তুলনায় বাসের সংখ্যা কম। বাধ্য হয়ে অনেক যাত্রী পিকআপ ভ্যান, ট্রাক, পশুবাহী ফিরতি ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন। ভাড়া স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী। 

সফিপুর এলাকার পোশাককর্মী জুবায়ের বলেন, তিনি বগুড়া যাবেন। রাস্তায় তেমন কোনো যানজট নেই, স্বস্তি লাগছে। ভাড়া একটু বেশি দিতে হচ্ছে, তবে নিরাপদে বাড়ি ফিরতে পারলেই তিনি খুশি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। 

গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে মানুষ বাড়ি ফিরছেন। গতকাল সোমবার রাতে মহাসড়কে যানবাহনের বেশ চাপ ছিল। থেমে থেমে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। আজকে পরিবেশ অনেক স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও তেমন কোনো যানজট পরিস্থিতি সৃষ্টি হয়নি। সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী ওঠানামা করায় কিছুটা ধীরগতি রয়েছে। গতকাল অর্ধেকের বেশি পোশাক কারখানা ছুটি হয়েছে। আজকে বাকি সব পোশাক কারখানায় ছুটি হবে, তখন মহাসড়কে চাপ বাড়বে। তবে মহাসড়কে যানজট ও অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত