Ajker Patrika

পুলিশকে টাকা না দেওয়ায় নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে: নুর 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১: ২৩
পুলিশকে টাকা না দেওয়ায় নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে: নুর 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘চট্টগ্রামে জেএম সেন পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় মামলার আসামি করা ছাত্র -যুব পরিষদের আট নেতা-কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে পুলিশ টাকা দাবি করে । পরবর্তী সময়ে মামলায় জড়িয়ে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে ছাত্র ও যুব অধিকার পরিষদের কেউ জেএম সেন হল পূজামণ্ডপে হামলায় জড়িত থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সেই সঙ্গে এই হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’

লিখিত বক্তব্যে নুর দেশের ধারাবাহিক সংঘাত-সহিংসতা,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারতের তিস্তার বাঁধ খুলে দেওয়ায় উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়েও ক্ষোভ ও প্রতিবাদ জানান।  

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলমান ঘটনায় ছাত্র ও যুব অধিকার পরিষদেরও উদ্বেগ রয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ। কমিটিকে দশ কার্য দিবসের মধ্যে যথাযথভাবে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

পূজামণ্ডপ ভাঙচুরের মামলায় আটক চট্টগ্রামের নেতা-কর্মীদের থেকে পুলিশ টাকা চাওয়ার কোনো প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আটক নেতাদের পরিবারের পক্ষ থেকে আমাদের ফোনে এসব জানানো হয়েছে। টাকা না দেওয়ায় তাদের বেধড়ক  পিটুনি দেওয়া হয়েছে। সরকার চাইলে  বিভিন্ন  কল রেকর্ডের মাধ্যমে এগুলো তদন্ত করে দেখতে পারে, আমাদের দাবি সত্য না কী মিথ্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত