Ajker Patrika

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ১৯
Thumbnail image

ফুটপাত সুন্দর রাখতে নীতিমালা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের রাইনখোলা বাজারে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন। 

বৃহস্পতিবার মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা একাধিক মার্কেটের সিঁড়িও। 

অভিযানের সময় মেয়র আতিক বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি। শহরের যেসব চৌরাস্তা আছে, সেগুলোর ৫০০ ফিটের মধ্যে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। এর ডিজাইন করছি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী রাখতে নীতিমালার প্রয়োজন রয়েছে।’ 

মিরপুরের রাইনখোলা বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনডিএনসিসির মেয়র বলেন, ‘বছরের পর বছর অনেকে ফুটপাত দখল করে দোকান করছে। দোকানের ময়লা ফেলছে রাস্তায় ও ড্রেনে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষ ফুটপাতে নিরাপদে হাঁটতে পারছে না। আর ময়লা ড্রেনে জমে জলাবদ্ধতা তৈরি করছে। কাউন্সিলরদের বলেছি, তাঁদের দায়িত্ব ফুটপাত দখলমুক্ত রাখা।’ 

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। এর জন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’ 

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত