শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও বেধড়ক মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তার ৫ জনকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং প্রকল্পে ওই সন্ত্রাসীরা সংবাদ সংগ্রহের ভিডিও ধারণের সময় ৫ জন সাংবাদিকের ওপর হামলা ও মারধর করে।
খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধারসহ ওই ৫ সন্ত্রাসীকে আটক করে। এ ঘটনায় সোমবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মো. জাহিদুল সরকার (৩৮), মো. সোহেল (৩৮), ফরিদ আহম্মেদ (৪০), মো. কামাল হোসেন (৫০) ও মো. সেলিম রেজা (৩১)। এ ঘটনায় জড়িত ইমরান (৩৫), প্লাবন (৪০) ও সবুজ (৩৩) সহ অজ্ঞাত ২-৩ জন পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন হাউজিং প্রকল্পের রাজন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর রাজউকের ইমারত আইন না মেনে ভবন নির্মাণের সচিত্র তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন আওয়ার বাংলাদেশ পত্রিকার বাদীসহ ৫ জন সাংবাদিক। অফিশিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সময় মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক সাংবাদিককে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরসহ গুরুতর জখম করে।’
তিনি আরও বলেন, ‘এ সময় বাদীর হাতে থাকা প্যানাসনিক পিভি ১০০ ক্যামেরা ও ক্যামেরার স্ট্যান্ড ভাঙাসহ একটি ব্লুটুথ চুরি করে সন্ত্রাসীরা। এতে আনুমানিক দুই লাখ ৬ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা সাংবাদিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ।’
ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত সাংবাদিক মো. শরিফুল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
রাজধানীর ডেমরায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও বেধড়ক মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তার ৫ জনকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং প্রকল্পে ওই সন্ত্রাসীরা সংবাদ সংগ্রহের ভিডিও ধারণের সময় ৫ জন সাংবাদিকের ওপর হামলা ও মারধর করে।
খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধারসহ ওই ৫ সন্ত্রাসীকে আটক করে। এ ঘটনায় সোমবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মো. জাহিদুল সরকার (৩৮), মো. সোহেল (৩৮), ফরিদ আহম্মেদ (৪০), মো. কামাল হোসেন (৫০) ও মো. সেলিম রেজা (৩১)। এ ঘটনায় জড়িত ইমরান (৩৫), প্লাবন (৪০) ও সবুজ (৩৩) সহ অজ্ঞাত ২-৩ জন পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন হাউজিং প্রকল্পের রাজন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর রাজউকের ইমারত আইন না মেনে ভবন নির্মাণের সচিত্র তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন আওয়ার বাংলাদেশ পত্রিকার বাদীসহ ৫ জন সাংবাদিক। অফিশিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সময় মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক সাংবাদিককে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরসহ গুরুতর জখম করে।’
তিনি আরও বলেন, ‘এ সময় বাদীর হাতে থাকা প্যানাসনিক পিভি ১০০ ক্যামেরা ও ক্যামেরার স্ট্যান্ড ভাঙাসহ একটি ব্লুটুথ চুরি করে সন্ত্রাসীরা। এতে আনুমানিক দুই লাখ ৬ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা সাংবাদিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ।’
ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত সাংবাদিক মো. শরিফুল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে