Ajker Patrika

‘বন্ধ নিয়ে আলোচনা করা হয়নি, ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫: ১০
‘বন্ধ নিয়ে আলোচনা করা হয়নি, ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে’

রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা বলে থাকে, তবে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আমাদের সঙ্গে আলোচনা করে নেয়নি।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম-সংক্রান্ত এক সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে।

সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে—রোগীর সঙ্গে কীভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপক কম। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসনসংখ্যা বাড়ানো হবে। রিসার্চের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই খাতের উন্নয়নে ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।’

এ সময় স্বাস্থ্যশিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত