Ajker Patrika

মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৪, ১৭: ৩৩
মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল করল ইসি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

ইসি সচিব বলেন, রিয়াজ উদ্দিন প্রতীক বরাদ্দের দিন বড় ধরনের শোডাউন করেছেন। যেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ জন্য রিটার্নিং কর্মকর্তা তাঁর কাছে ব্যাখ্যা তলব করেছিলেন। তাঁর ব্যাখ্যা পেয়ে সন্তুষ্ট না হয়ে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি কমিশনের দৃষ্টিগোচরে আনেন। কমিশনের নির্দেশে আজ বৃহস্পতিবার তিনি ও দুজন আইনজীবীকে নিয়ে শুনানিতে অংশগ্রহণ করেছেন। শুনানিতে তিনি দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। 

তিনি বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রতিবেদন যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে তাঁর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি একটি বড় ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনায় নিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করেছে। 

২৯ মে এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত