Ajker Patrika

‘করোনা তো আমাদের জন্যই’

মারুফ কিবরিয়া
আপডেট : ১৬ মে ২০২১, ১৩: ৩৫
‘করোনা তো আমাদের জন্যই’

ঢাকা: আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। ফলে ঈদে যারা বাড়ি গিয়েছিলেন তাদের আগের মতোই ঝক্কিঝামেলা করে ফিরতে হচ্ছে। ঈদের পরদিন থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ ভিড় করছেন ফেরিঘাটগুলোতে। লঞ্চ বন্ধ থাকায় চিত্রটা সেই ঈদের আগের মতোই। ভ্যাপসা গরমের মধ্যে ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি তোয়াক্কা না করেই কর্মস্থলে ফিরছেন মানুষ।

আজ রোববার সকা‌লে মাওয়া ফে‌রিঘা‌টে গিয়ে দেখা যায় জন‌স্রো‌ত। গণপ‌রিবহন বন্ধ রে‌খে লকডাউনের মেয়াদ বাড়ানোয় চরম ক্ষুব্ধ রাজধানীতে ফির‌তি যাত্রীরা।

ক‌রোনা‌রে ভয় কইরা লাভ আছে? উপ‌রে আল্লাহ আছে না? ঈদে বা‌ড়ি থেকে ঢাকায় ফি‌রে এভাবেই বলেন আসিফ। জীবনের ঝুঁকি নিয়ে ঈদে ফেরিতে করে পদ্মা পার হয়ে বাড়ি গিয়েছিলেন আসিফের মতো অনেকে। আজ একইভা‌বে ফিরছেন তারা।

গণপরিবহন বন্ধ থাকায় আগের মতোই ফেরিতে পদ্মা পার হচ্ছে মানুষ। ছবি: আজকের পত্রিকাব‌রিশাল থে‌কে ফেরা আসিফ ব‌লেন, কাল থেকে আবার লকডাউন। তাই চলে আস‌ছি। কাজ কাম সব ঢাকায়। ঈদে মা–বাবার সা‌থে দেখা করতে গে‌ছি। ক‌রোনার ঝুঁকির কথা বললে এই যুবক ব‌লেন, ভ‌য়ের কী আছে? উপ‌রে আল্লাহ আছে না?

গণপরিবহন বন্ধ রাখায় মাদারীপুর থে‌কে আসা শামীমা আক্তার ক্ষুব্ধ। তিনি ব‌লেন, সরকার লকডাউন দিয়া আরও বিপদ বাড়াইছে। গা‌ড়ি‌তে ভা‌লোম‌তে যাইতে পারতাম। কিন্তু এখন এত মানুষের ম‌ধ্যে ক‌রোনা আরো বে‌শি ছড়াইবো। আমরা কী করুম? আম‌গো বা‌ড়িঘর আ‌ছে। ঈদে না গে‌লে তো হয় না!

করোনা সংক্রমণ রোধে বারবার লকডাউন বর্ধিত করার নীতি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ। ফ‌রিদপুর থে‌কে ফেরা দুলাল ব‌লেন, ক‌রোনা আমা‌দের জন্যই। মর‌লেও আমরা মরমু। বাঁচলেও আমরা বাঁচমু। সরকা‌রের কী আসে যায়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত