Ajker Patrika

যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২২, ২০: ১৯
যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইল জিয়া সরণি রোডের বাসা থেকে রাকিব হোসেন (২২) নামে আরেক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

পরে নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার ওয়াসার খাল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ওসি জানান, নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, রাকিব মাতুয়াইল জিয়া সরণি রোডে একটি বাসায় স্ত্রী চাঁদনীকে নিয়ে ভাড়া থাকতেন। পেশায় তিনি পিকআপচালক ছিলেন। ছয় মাস আগে চাঁদনীকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর থেকে তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত। 

এসআই আরও জানান, গত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন রাকিব। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রাকিব বরগুনা জেলার বামনা থানার ডুসখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত