Ajker Patrika

ঢাকা-২: উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পর মনোনয়নপত্র নিলেন শাহীন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ৫৬
ঢাকা-২: উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পর মনোনয়নপত্র নিলেন শাহীন 

ঢাকা-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঢাকার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন। 

বিষয়টি শাহীন আহমেদ নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেছেন, ‘আজ আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি এবং একই সঙ্গে ঢাকা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দুই-এক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেব।’

শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহীনের নির্বাচনী আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড, ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সাবেক সুলতানগঞ্জ ইউনিয়ন, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোরা ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (হজরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রোহিতপুর, বাস্তা, কালিন্দী, এবং আগানগর ইউনিয়ন) নিয়ে গঠিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত