Ajker Patrika

প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৪ যাত্রী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার ৪ যাত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 

গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন। 

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন। 

জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। 

জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত