Ajker Patrika

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আশঙ্কাজনক ৯ জনের চিকিৎসায় আনা হবে পরিবর্তন

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫: ০১
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আশঙ্কাজনক ৯ জনের চিকিৎসায় আনা হবে পরিবর্তন

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সেই সঙ্গে চিকিৎসার বিষয়ে বোর্ডের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে ৯ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে, যাঁদের দুজনকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’

চিকিৎসক সামন্ত লাল আরও বলেন, ‘কিছুক্ষণ আগে ২০ সদস্যের মেডিকেল বোর্ড মিলে সব রোগী দেখেছি এবং তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তে তাঁদের চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হবে। আজ অস্ত্রোপচারকক্ষে নিয়ে তাঁদের শরীরে ড্রেসিং করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।’

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, ‘সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে। বাসায় না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। ভর্তি থাকা ডেন্টালের ইন্টার্ন চিকিৎসক আল-আমিন কিছুটা ভালো রয়েছেন।’

গতকাল রাতে হাফেজ মুসা হায়দার (৪২) নামে দগ্ধ একজন মারা গেছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত