Ajker Patrika

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮: ৫১
গ্রেপ্তার হজের মুয়াল্লিম নুরুল আলম (৩০)। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার হজের মুয়াল্লিম নুরুল আলম (৩০)। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণসহ নুরুল আলম (৩০) নামের একজন হজের মুয়াল্লিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা।

গ্রেপ্তারের পর রাতে এয়ারপোর্ট এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিবিএন জানায়, বহুতল কার পার্কিংয়ে নিচতলায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নুরুল আলম। পরে তাঁকে আটক করে এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। তখন তাঁর দেহ তল্লাশি করে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলো ২১, ২২ ও ২৪ ক্যারেটের।

নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএনের একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, নুরুল আলম হজের মুয়াল্লেম। বিভিন্ন যাত্রীর কাছ থেকে তিনি স্বর্ণালংকার সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে আনছিলেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, নুরুল আলম দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। স্বর্ণ ও মাদক চোরাচালানের তৎপরতা রোধে এপিবিএন সব সময়ই তৎপর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ ঘটনায় নুরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এপিবিএন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার কেন

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ট্রাম্প-মামদানির বৈঠকের পর ভারতের জন্য যে বার্তা দিলেন শশী থারুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নদীভাঙনে বিলীন হচ্ছে সুন্দরমহল খেয়াঘাট সড়ক

হিরামন মন্ডল সাগর, বটিয়াঘাটা (খুলনা)
নদীর অব্যাহত ভাঙনে সড়ক বিলীন হয়ে যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা
নদীর অব্যাহত ভাঙনে সড়ক বিলীন হয়ে যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

দায়িত্বে অবহেলা, তদারকির অভাব ও ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে খুলনার বটিয়াঘাটা উপজেলার গুরুত্বপূর্ণ সুন্দরমহল খেয়াঘাট সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী। সম্প্রতি দেড় লাখ টাকা বরাদ্দ দিয়ে সংস্কারকাজ হলেও নিম্নমানের কাজ ও নদীর অব্যাহত ভাঙনের মুখে সড়কের ইট বিলীন হয়ে যাচ্ছে। এমনকি রাতের আঁধারে ইট চুরি হওয়ার অভিযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত টেকসই বেড়িবাঁধ ও সংস্কারের অভাবে কার্যত নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তায় ভাঙাচোরা ও গর্ত। রাস্তার অধিকাংশ স্থানের ইট নদীভাঙনে হারিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক ইট রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। জোয়ারের পানির স্রোতে প্রতিদিনই রাস্তাটির অংশবিশেষ ভেঙে যাচ্ছে এবং অধিকাংশ স্থানে রাস্তা সরু হয়ে পড়ায় বর্তমানে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম।

স্থানীয় মুরগি ব্যবসায়ী মো. মোমরেজ বিশ্বাস বলেন, ‘রাস্তাটির অবস্থা এত খারাপ যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কাস্টমাররা আমার দোকানে আসতে চায় না রাস্তা খারাপ বলে।’

খেয়াঘাট ইজারাদার আব্দুর রাজ্জাক বলেন, ‘ভাই কী বলব রাস্তার কথা। প্রতিদিন আমার খেয়া দিয়ে হাজারো লোক পারাপার হয়ে থাকে। কিন্তু রাস্তার অবস্থা এমন যে যাত্রীরা গাড়ি নিয়ে আসতে পারে না। রাস্তাটি সংস্কার এখন খুবই জরুরি।’

সুন্দরমহল আশ্রয় প্রকল্পের মসজিদের ইমাম মোহাম্মদ মিনারুল ইসলাম জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। রাস্তাটি খারাপ হওয়ায় মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে আসতে সমস্যা হয়।

বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মেহেদী হাসান বলেন, কাজে এত অনিয়ম-দুর্নীতি হয়েছে যে অল্প দিনের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। রাস্তাটি পুনরায় সংস্কার করা দরকার।

স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা মো. ইয়াসিন আরাফাত বলেন, ‘আমরা শুনেছি এই রাস্তায় একাধিকবার বরাদ্দ হয়েছে। কিন্তু কাজের কোনো চিহ্ন নেই। অনিয়ম আর দুর্নীতির কারণে আজ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নদীভাঙনে রাস্তাটি বিলীনের পথে। দ্রুত টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা না করলে রাস্তাটি নদীভাঙনে বিলীন হয়ে যাবে।’

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বটিয়াঘাটা উপজেলার ৪ নম্বর সুরখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন (১%) তহবিল থেকে দেড় লাখ টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। পরে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দ্বিতীয় পর্যায়ে সুন্দরমহল পিচের রাস্তা থেকে খেয়াঘাট পর্যন্ত ইটের সোলিংয়ের কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আশিক এন্টারপ্রাইজ। কাজটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রত্না অধিকারী।

স্থানীয় ইউপি সদস্য জি এম এনামুল হক বলেন, রাস্তা নির্মাণের আগে বেড়িবাঁধ না দেওয়ায় আজ এই অবস্থা। ভবিষ্যতে সংস্কারের আগে পাইলিং ও বেড়িবাঁধ দিতে হবে, নইলে টিকবে না।

সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু বলেন, ‘শুনেছি রাস্তা এখন চলাচলের অনুপযোগী। রাতের আঁধারে ইটগুলো হারিয়ে যাচ্ছে। নদীভাঙনের কারণে রাস্তার অনেক ইট নদীর মধ্যে পড়েছে। রাস্তাটি পুনরায় সংস্কার করতে হলে টেকসই একটি বেড়িবাঁধ দিতে হবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেব।’

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। তাই সব এলাকা এখনো ভালোভাবে চিনি না। তবে বিষয়টি তদন্ত করে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার কেন

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ট্রাম্প-মামদানির বৈঠকের পর ভারতের জন্য যে বার্তা দিলেন শশী থারুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের চাকলাহাট এলাকার কিত্তিনিয়াপাড়া মাঠ থেকে আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড়ের চাকলাহাট এলাকার কিত্তিনিয়াপাড়া মাঠ থেকে আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে ভোর থেকে সকাল পর্যন্ত তীব্র হচ্ছে শীতের দাপট। আজ রোববার তাপমাত্রার পারদ নেমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। ভোরের কনকনে ঠান্ডায় রাস্তাঘাট প্রায় ফাঁকা। তবে সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশপাশে। শনিবার ১৪ দশমিক ৭, শুক্রবার ১৪ দশমিক ৯, বৃহস্পতিবার ১৩ দশমিক ৯, বুধবার ১৪ দশমিক ৩, মঙ্গলবার ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫ ও রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থিতিশীল তাপমাত্রার পর আজ পারদ ১২ ডিগ্রির ঘরে নামায় শীতের অনুভূতি বেড়েছে।

দিনের রোদে তেমন শীত না লাগলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা যেন হঠাৎ বেড়ে যায়। সদর এলাকার বেলাল হোসেন বলেন, ‘সকাল থেকে হালকা কাপড়েই চলা যায়, কিন্তু সন্ধ্যা হলেই গায়ে মোটা কাপড় নিতে হয়। রাতে কম্বল ছাড়া ঘুমানোই কষ্টের।’

একই এলাকার নির্মাণশ্রমিক কাদের আলী বলেন, ‘দিনে কাজ করলে ঠান্ডা কম টের পাওয়া যায়, কিন্তু ভোরে সাইটে গেলে শীত অনেক। শ্বাস নিতেও কষ্ট হয়। কাজের গতি কমে যাচ্ছে।’

তেঁতুলিয়ার ভ্যানচালক দুলু মিয়া বলেন, ‘রাতে বের হলে ঠান্ডায় হাত-পা জমে যায়। রাতে চলাচল করাই মুশকিল, ভোরবেলায় তো আরও বেশি শীত, শরীর যেন বরফ হয়ে যায়।’

এদিকে কুয়াশা না থাকলেও শীতের দাপট বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে বলে জানালেন তেঁতুলিয়ার বাসিন্দা গোপাল চন্দ্র রায়। তিনি বলেন, ‘কুয়াশা নাই, কিন্তু ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত।’

শীতে জনস্বাস্থ্যে প্রভাব পড়তে শুরু করেছে। হাসপাতালগুলোতে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালের জরুরি বিভাগে শিশুকে নিয়ে আসা নাঈমা আক্তার জানান, আবহাওয়ার ওঠানামায় তাঁর ছেলে জ্বরে কাবু হয়ে পড়েছে। দিনে গরম, রাতে শীত—এই পরিবর্তন শিশুরা সহ্য করতে পারে না। তাই চিকিৎসার জন্য দৌড়াতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত বাড়লে শীতের তীব্রতা বাড়ে এবং সকাল গড়ালে সূর্যের তাপমাত্রা দ্রুত ওপরে ওঠে। আজ ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানান, শীতার্ত মানুষের সহায়তায় সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং উপজেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ চলছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার কেন

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ট্রাম্প-মামদানির বৈঠকের পর ভারতের জন্য যে বার্তা দিলেন শশী থারুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯: ৪৬
তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হন। ছবি : আজকের পত্রিকা
তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হন। ছবি : আজকের পত্রিকা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ব্যানার টানাচ্ছিলেন। কলেজের প্রধান ফটকে ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে থাকা কলেজের গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হন। ছবি : আজকের পত্রিকা
তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হন। ছবি : আজকের পত্রিকা

‎সংঘর্ষের বিষয়ে আজ রোববার সকালে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান আজকের পত্রিকাকে বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসের গণমাধ্যমকর্মীসহ ৮-১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার কেন

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ট্রাম্প-মামদানির বৈঠকের পর ভারতের জন্য যে বার্তা দিলেন শশী থারুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না: বিএনপি নেতা স্বপন

পাবনা ও চাটমোহর প্রতিনিধি 
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮: ২৮
বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন। ছবি: আজকের পত্রিকা
বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন। ছবি: আজকের পত্রিকা

‘ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, তাহলে কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুহূর্তে তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। তাঁকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়নবঞ্ছিত বিএনপির একাংশের নেতা-কর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বা সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।

এর অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতা-কর্মীদের নিয়ে গণমিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণমিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্য নেতারা বক্তব্য দেন।

সেখানে বক্তব্য দিতে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন ধানের শীষের বাইরে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কথা একটাই। আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করব যাতে বিএনপির সবাই একসঙ্গে থাকে।’

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এত কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকেরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার কেন

মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ হজের মুয়াল্লিম গ্রেপ্তার

ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ট্রাম্প-মামদানির বৈঠকের পর ভারতের জন্য যে বার্তা দিলেন শশী থারুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত