Ajker Patrika

ধুমপান নিয়ে কথা-কাটাকাটি, ছাত্রদের হামলায় ২ ব্যবসায়ী আহত 

ঢামেক প্রতিনিধি
ধুমপান নিয়ে কথা-কাটাকাটি, ছাত্রদের হামলায় ২ ব্যবসায়ী আহত 

রাজধানীর সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রদের হামলায় সদরঘাট গ্রেটওয়ালের দুই ব্যবসায়ী আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, সদরঘাট গ্রেটওয়াল মার্কেটের রেডিমেড গার্মেন্ট ব্যবসায়ী আবু তাহের জনি (৩৮) ও রাহুল ঘোষ (৩০)। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা ব্যবসায়ী রনি রাশেদ জানান, সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মার্কেটে আসে। এ সময় ছাত্ররা মার্কেটের ভেতরে ধুমপান শুরু করে। মার্কেটের লোকজন নিষেধ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্ররা মার্কেট ত্যাগ করে চলে যায়। 

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কেট বন্ধ করে চালে যাওয়া সময় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আসলে ওই দুই ব্যবসায়ীকে মারধর করে ছাত্ররা। খবর পেয়ে তাঁদেরকে  হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনের শরীরে আঘাতের চিহ্ন আছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত