Ajker Patrika

বিএনপি নির্বাচন বয়কট করলে দায় পড়বে ইসির ঘাড়ে: জাফরুল্লাহ চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নির্বাচন বয়কট করলে দায় পড়বে ইসির ঘাড়ে: জাফরুল্লাহ চৌধুরী 

ইভিএমে ভোট গ্রহণের কারণে বিএনপি যদি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচন কমিশনের (ইসি) ঘাড়ে তার দায় পড়বে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিএনপিসহ অন্য দল যদি ইভিএমের কারণে নির্বাচন বয়কট করে, সেই দায়টাও ইসির ঘাড়ে চাপবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সরকার যেমন দায়ী হবে, ইসিও তেমনই দায়ী হবে।

আজ বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। 

এ সময় ইসিকে মেরুদণ্ড শক্ত রাখার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার কাছে মনে হলো এখনো তাঁরা (সিইসি ও চার নির্বাচন কমিশনার) শুনতে চান। আউয়াল সাহেবের একটা গুণ হলো উনিতো জজ ছিলেন, অপর পক্ষের বক্তব্য শুনতে চান। আমি আশাবাদী যে, আমি আশাহত হব না, তিনি নিশ্চয়ই সফল হবেন। শক্ত থাকবেন। আমি মনে করি, জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে তিনি পদত্যাগ করবেন।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। সরকারের উচিত হবে কিছুটা গিভ অ্যান্ড টেক করে সুষ্ঠু নির্বাচন করা। এটা করতে হলে আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। আজকেও হানিফ (আওয়ামী লীগ নেতা) বলেছেন, দেড়শোটাতে নয়, তিন শ আসনেই ইভিএম চাই। তাঁদের জন্য ভালো হবে চুপ করে থাকা। এখন ইভিএমের কারণে যদি নির্বাচনটাই বন্ধ হয়ে যায়, ইলেকশনটা যদি বয়কট হয়, তাহলে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে।’ 

এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সবাইকে নির্বাচনে নেওয়া ইসির মূল দায়িত্ব। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল হয়েছে। এমন কিছু করবেন না, যাতে নির্বাচনই না হয়। এ জন্য আমার প্রস্তাব হলো ১৫০ টির পরিবর্তে ৩ শ’ আসনের ৫টি করে কেন্দ্রে ব্যবহার করার।’

সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, আমাদের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন, শেখ হাসিনার জন্যও দরকার। গণতন্ত্র না হলে দেশে যে কিছু ভুল সিদ্ধান্ত চলছে, এই যে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা, এটা পাগলামি ছাড়া কি হতে পারে! এতে কয়টা বাতি জ্বলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত