Ajker Patrika

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২১: ৩০
বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদকের কারবার। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতা এবং প্রশাসনের ঢিলেঢালা নজরদারির ফলে কারবারিদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-তরুণেরা। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদক কারবারি ও মাদকসেবী সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহর, সরকারি কলেজ ক্যাম্পাস, কাগুজিরপুল, ইটভাটা এলাকা, কালিশুরী ব্রিজ, ধূলিয়া লঞ্চঘাট, জামালকাঠি স্কুল, চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া কলেজ এলাকা, মেম্বার বাজার, কেশবপুর বাজার, ভরিপাশা খেয়াঘাটসহ শতাধিক পয়েন্টে প্রকাশ্যে চলে গাঁজা ও ইয়াবার কারবার।

সরেজমিনে ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গাঁজার পোঁটলা বিক্রি হয় ২০০ এবং প্রতিটি ইয়াবা বড়ির দাম ২০০-২৫০ টাকা। এসব মাদক বিক্রি হয় ফোনে অর্ডার দিয়ে, হোম ডেলিভারিতে অথবা সরাসরি হাতবদলের মাধ্যমে। একাধিক মাদকসেবী জানান, উঠতি বয়সী কিশোর ও তরুণেরাই এর ক্রেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী জানান, বাউফলে একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয়। এগুলোর মধ্যে কালাইয়া এলাকায় গাঁজা কারবারের সবচেয়ে বড় চক্র। এর নেতৃত্বে রয়েছে একটি পরিবার। তবে ওই পরিবারের সদস্যদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযান আরও জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত