Ajker Patrika

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের সড়কে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় রাজু ভাস্কর্যের উদ্দেশে যাত্রা করে।

সমাবেশে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পাথর মেরে সোহাগ খুন’, ‘বিএনপি জবাব দে’, ‘সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ’সহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঢাবির শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এই পথের একমাত্র বাধা একটি সন্ত্রাসী দল। ভিডিও ফুটেজে দেখা গেছে, জাতীয়তাবাদী চাঁদাবাজ দল একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে। আমরা কি তবে আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি?’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যেভাবে ছাত্রবন্ধুরা আজ প্রতিবাদে নেমেছে, আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা একইভাবে প্রতিবাদ করেছি। কিন্তু বিএনপি এখন নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ১৬ বছর মজলুম ছিল যারা, তারা এখন জালিমে পরিণত হয়েছে।’

ইয়ামিন মোল্লা বলেন, ‘এই চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিচার চাই। শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে এক শর বেশি মানুষ খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে।’

বিন ইয়ামিন মোল্লা আরও দাবি করেন, দেশে নির্বাচন হতে হলে আগে রাজনৈতিক সংস্কার চাই। সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

ঢাবি শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ছাত্রসমাজ এই নৃশংসতার বিচার ও রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনার দাবি জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

মার্কিন শুল্কে বড় শঙ্কায় ১৬৮ কারখানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত