ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ আগামী ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা শেষে এই তারিখ ঘোষণা করা হয়।
গত ১৪ ও ১৫ জানুয়ারি শতবর্ষের মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত ১০ জানুয়ারি অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে, গত বছরের ২৩ ও ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একই কারণে ৭ ডিসেম্বর এর তারিখ পরিবর্তন করে অনুষ্ঠানটি জানুয়ারি মাসে করার ঘোষণা দেওয়া হয়।
সভায় মিলনমেলার অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ৮টায় অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা খেলার মাঠে প্রবেশ করবেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টায় ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হবে এবং সাড়ে ৪টায় ‘অ্যালটা ম্যাটার প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৈকালিক আপ্যায়ন শেষে বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ এবং দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন তালাত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিলনমেলার প্রচার কমিটির সদস্যসচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’ আগামী ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা শেষে এই তারিখ ঘোষণা করা হয়।
গত ১৪ ও ১৫ জানুয়ারি শতবর্ষের মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত ১০ জানুয়ারি অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে, গত বছরের ২৩ ও ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একই কারণে ৭ ডিসেম্বর এর তারিখ পরিবর্তন করে অনুষ্ঠানটি জানুয়ারি মাসে করার ঘোষণা দেওয়া হয়।
সভায় মিলনমেলার অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ৮টায় অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা খেলার মাঠে প্রবেশ করবেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টায় ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০০ জন অ্যালামনাইকে সম্মাননা দেওয়া হবে এবং সাড়ে ৪টায় ‘অ্যালটা ম্যাটার প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৈকালিক আপ্যায়ন শেষে বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ এবং দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন তালাত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিলনমেলার প্রচার কমিটির সদস্যসচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
৫ মিনিট আগেরংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
৩৩ মিনিট আগে