Ajker Patrika

 ডাক্তার দেখাতে গিয়ে শিশুসহ মা-নানি নিখোঁজ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
Thumbnail image

নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে এক বছর বয়সের শিশু আরিফাকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন শিশুটির মা বিথি (২৫) ও তার নানি ওয়াকিদা বেগম (৫০)। গতকাল রবিবার  সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া সাবিত আল হাসান লঞ্চে করে শিশুটিকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। লঞ্চটি ডুবে যাওয়ার পর থেকে এখনও তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বজনরা।

 এ নিয়ে বিথির শ্বাশুড়ি মিনু বেগম জানান, চর্মরোগের চিকিৎসার জন্য রোববার বিকেলে তার ছেলের বউ বিথি ও তার মা ওয়াকিদা বেগম আরিফাকে ডাক্তার দেখাতে নারায়নগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে যায়। লঞ্চটি ডুবে যাওয়ার আধঘণ্টা আগে বিথি তার স্বামীকে ফোন দিয়ে জানায় লঞ্চটিতে করে তারা বাড়ি ফিরছে । তারপর হতে তাদের কোন খোঁজ পাচ্ছিনা।

তার ছেলে আরিফ বউ বাচ্চার খোঁজে ঘটনাস্থলে গেছেন বলেও জানান মিনু বেগম ।   

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও দুটি শিশু রয়েছে। এখনো নয় জন নিখোঁজ রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত