Ajker Patrika

ঘোড়াশাল সার কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি
ঘোড়াশাল সার কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (পিএলসি) কর্মরত ৭১ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

ছাঁটাইকৃত শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন। 

এ সময় বক্তারা জানান, গত ২ মার্চ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৭১ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ পূর্বে কোনো প্রকার নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ছাঁটাই করেছেন। তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছিলেন। নিয়ম বহির্ভূতভাবে তাঁদের চাকরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচসহ সাংসারিক খরচ জোগাবে কি করে তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন তারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাইকৃত নোটিশ বাতিল করে অবিলম্বে সব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান তিনি। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। 

এ সময় বক্তব্য রাখেন, ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত