Ajker Patrika

ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুরে জেলা জামায়াত ইসলামের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। ওই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টায় কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। এতে এজাহারভুক্ত ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে মো. হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, জামায়াত কার্যালয়ে অভিযানে ককটেল ও উগ্রবাদী বই উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সাইফুল ইসলাম তাকবীর (২০) নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগেই নাশকতার ঘটনায় মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত