Ajker Patrika

বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: ব্রাহ্মণবাড়িয়া বারের সভাপতিসহ তিনজনকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪: ১৯
বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ: ব্রাহ্মণবাড়িয়া বারের সভাপতিসহ তিনজনকে তলব

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন সভাপতি তানভীর ভূঁইয়া, সম্পাদক মো. আক্কাস আলী এবং জুবায়ের ইসলাম।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে তাঁদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে এজলাসে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ২ জানুয়ারি চিঠি পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক। বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। পরে তা নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত