Ajker Patrika

রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুধবার সন্ধ্যা থেকে সশরীরে আন্দোলনে অংশ নিয়েছেন ইশরাক হোসেন। ছবি: আজকের পত্রিকা
বুধবার সন্ধ্যা থেকে সশরীরে আন্দোলনে অংশ নিয়েছেন ইশরাক হোসেন। ছবি: আজকের পত্রিকা

বৃহস্পতিবার রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক হোসেন। অন্যথায় কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা। একই সঙ্গে কোন এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয় বরং এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাতে রাজধানীর কাকরাইলে তাঁর মেয়র শপথের দাবিতে চলমান আন্দোলনে অবস্থানকালে এ কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিরপেক্ষতা হারিয়েছে। সে একটি দলের হয়ে কাজ করছে। এটি প্রমাণিত যে সরকার আদালত এবং নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে। তাই তার অবিলম্বে তাঁর পদত্যাগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা আমাদের পক্ষে রায় পাই সেটা আমি বলব যে আইনের শাসনের বিজয় হয়েছে এর বেশি কিছু না। আমি আবারো বলছি এখানে এই আন্দোলন কোন ক্ষমতার জন্য, মেয়র হওয়ার জন্য নয়; এটি আপনাদের, আমাদের, সকল নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত