Ajker Patrika

এবি ব্যাংকের ১৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২
এবি ব্যাংকের ১৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ 

এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির ১৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া এই মামলার দুই আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘একটি অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়, এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ওই ঘটনায় গত ৯ জুন মামলা করা হয়। ওই মামলায় ১৭ জনের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিনের আবেদন করেন। তবে আদালত আগাম জামিন না দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। পরে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া ১৫ আসামি হলেন—মো. এরশাদ আলী, এ বি এম আব্দুস সাত্তার, আনিসুর রহমান, মো. রুহুল আমিন, ওয়াসিকা আফরোজী, মুফতি মুস্তাফিজুর রহমান, সালমা আক্তার, মোহাম্মদ এমারত হোসেন ফকির, মো. তৌহিদুল ইসলাম, শামীম এ মোরশেদ, খন্দকার রাশেদ আনোয়ার, সিরাজুল ইসলাম, মাহফুজ উল ইসলাম, মশিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত