Ajker Patrika

রাজধানীতে নৌকার আদলে তৈরি হচ্ছে ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর আফতাবনগর-মেরুল প্রধান সড়কে নৌকার আদলে ফুটওভার ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার ফুটওভার ব্রিজের কাজের উদ্বোধন করেন তিনি। 

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘হাতিরঝিলের পাশেই আফতাবনগরে ফুটওভার ব্রিজটি হচ্ছে। তাই আমি আমাদের ডিএনসিসির প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি, ফুটওভার ব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। এই ফুটওভার ব্রিজটি নৌকার আদলে দৃষ্টিনন্দনভাবে ডিজাইন করা হয়েছে।’ 

রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ফুটওভার ব্রিজ বানিয়ে দিলাম কিন্তু জনগণ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, এটা হতে পারে না। দুর্ঘটনা রোধে যত্রতত্র এলোমেলোভাবে দৌড় দিয়ে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু ফুটওভার ব্রিজ বানালেই হবে না। আমাদের সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ সচেতন হলে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’ 

ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে। এই ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। এ ছাড়াও রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন—ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য প্রফেসর এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি, ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত